চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু মারা গেছেন। গতকাল শনিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যিশু (৫২) মারা যান বলে জানান সিসিসির জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। তিনি জানান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা যিশু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। প্রায় এক দশক ধরে তিনি সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছিলেন। যিশুর মৃত্যুতে শোক জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে যিশুর জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে পটিয়ায় পারিবারিক কবরস্থানে যিশুর দাফন সম্পন্ন হয়। তাঁর ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্–হাসানী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।