সিটিভিতে ‘দিগন্তের নিমন্ত্রণে’

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:৪৩ পূর্বাহ্ণ

কেউ যদি অপ্রীতিকর অনুভূতিতে নিজেকে ভরিয়ে রাখে অথবা যদি অপ্রীতিকর অনুভূতির বীজ বপন করে তার ফলটাও যে অপ্রীতিকর হবে সেটাই স্বাভাবিক। সত্যিই তুমি যদি কারও বন্ধু হও, ভালবাসার মধুরতা বজায় রেখেও তার কাছে অপ্রিয় হওয়ার সাহস যেন তোমার থাকে। সাধারণভাবে বন্ধুতা দাঁড়িয়ে থাকে পছন্দ-অপছন্দের এক অলিখিত চুক্তির ওপর। তাই নিঃস্বার্থ বলে কোনো জিনিস হয় না। সবকিছুই নিজেকে নিয়ে। আপনার চিন্তাভাবনা আর আবেগগুলো মূলত আপনার ভেতর থেকে-তো সেগুলো আত্ম-কেন্দ্রিক হতে বাধ্য। প্রশ্ন শুধু- আপনি আপনার আত্মকেন্দ্রিকতা নিয়ে কৃপণ না উদার। আপনার আত্মকেন্দ্রিকতা কি শুধু তাদের অন্তর্ভুক্ত করে যারা কোনো না কোনোভাবে আপনার শরীরের সাথে সম্পর্কযুক্ত যে তারা অবশ্যই আপনার স্বামী বা স্ত্রী বা সন্তান, আপনার বাবা-মা, ভাই বা বোন হতে হবে বা অন্য কথায় আপনার পরিবার? যদি আপনার সম্পর্ক, আপনার পরিবার ও সমাজ, আপনার সম্পত্তি ও ধনসম্পদ, আপনার চিন্তাভাবনা ও আবেগ – এইসব হয়; এগুলো সব আপনি যে মৌলিক জীবন, তার আনুষঙ্গিক উপকরণ মাত্র। শুধু আপনি জীবিত আছেন বলেই এইসব আনুষঙ্গিক জিনিসগুলো আপনি জড়ো করেছেন। জীবন আপনার ভেতরে রয়েছে-সবসময় স্পন্দিত হচ্ছে সে আপনি জাগ্রত থাকুন কি নিদ্রিত। এই নিয়েই ঈদের বিশেষ টেলিফিল্ম ‘দিগন্তের নিমন্ত্রণে’।
দেওয়ান বাচ্চুর রচনা ও অরিন্দম মুখার্জী বিংকুর প্রযোজনায় টেলিফিল্মটি সমপ্রচার হবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ঈদের দিন বিকাল ৫টায় ও ঈদের পরের দিন সকাল ১১টায়।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক ব্যবস্থাপনায় এবং শাহারিয়ার মাহামুদ হাসান ও রোমানা শারমিনের তত্ত্বাবধানে টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আরশাফুল করিম সৌরভ, সিলভা, মহেশ্বতা দাশ গুপ্তা, শিশির, জয়প্রকাশ, মিখাইল মোহাম্মদ রফিক, শহিদুল করিম মিন্টু, রূপায়ন ও অতিথি শিল্পী মোশারফ ভুইয়া পলাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ১.৯১ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধঅটিজম শিশুদের ঈদ অনুষ্ঠান