আজাদী ডেস্ক : বিশ্বের অনেক দেশেই গণহত্যা হয়েছে। সেগুলোর কথা মানুষ জানে। বাংলাদেশের গণহত্যার ভয়াবহতার কথা প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড এবং প্রচার মাধ্যমের কল্যাণে তৎকালীন বিশ্ব জানতে পারে।
আজ ২৫ মার্চ বাঙাালির ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ কালরাতের ঘটনাকে অবলম্বন করে সৌম্যের চিত্রনাট্যে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘কালরাত্রি’। এতে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, খালেদ হেলাল, শিমলী দাস প্রমুখ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক সহযোগিতায় ও অরিন্দম মুখার্জির পরিচালনায় নির্মিত টেলিফিল্মটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সমপ্রচারিত হবে আজ ২৫ মার্চ রাত ৯টায় ইংরেজি সংবাদ বুলেটিনের পর।