সিটিজি ব্লাড ব্যাংকের এক যুগপূর্তি উদযাপন

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

রক্ত দিন জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে গঠে উঠা চট্টগ্রামের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। সংগঠনের এডমিন নাসির উদ্দীনের সঞ্চালনায় ও সভাপতি কেএইচ মোহাম্মদ ইউছুপের সভাপতিত্বে আয়োজিত স্বাস্থ্য কথা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সারা দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত নিয়ে কাজ শুরু করার কারণে এখন রক্তের যে চাহিদা, তার অধিকাংশই মানুষের মধ্যে মানবিক বিবেক জাগার মাধ্যমে আসছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলোজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. শাহেদ আহম্মেদ চৌধুরী ও চমেক হাসপাতালের সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, রক্তনীড় ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন, স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে বেসরকারি উদ্যোগও কম নয়
পরবর্তী নিবন্ধবিজয়কে অর্থবহ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে