চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ আগামী ২৬ ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে। লিগ শুরু উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল। তিনি জানান আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়া সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এ লিগে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
দলগুলোকে লটারীর মাধ্যমে নিম্নোক্তভাবে দুই গ্রুপে ভাগ করা হয়: গ্রুপ-এ: চট্টগ্রাম আবাহনী লি., চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা), মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম), শতদল (জুনিয়র)। গ্রুপ-বি: বঙিরহাট ইয়ং ম্যান্স ক্লাব,কাস্টমস এঙাইজ এন্ড ভ্যাট ক্লাব,স্টার ক্লাব,মাদারবাড়ী উদয়ন সংঘ। ১ম পর্বে নির্ধারিত ৮টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লিগ ভিত্তিতে খেলবে। প্রতি গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী ২টি করে মোট ৪ টি দল সুপার ফোর পর্বে উত্তীর্ণ হবে।
সুপার ফোর পর্বের খেলা সরাসরি লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সুপার ফোর পর্বের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার আপ বলে ঘোষণা করা হবে। এ লিগে মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হবে। লিগের প্রতিটি খেলা ৪ কোয়ার্টার করে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতীয় দলের অংশ নেয়া চট্টগ্রাম বিভাগের হকি খেলোয়াড়রা এবারের লিগে বিভিন্ন দলের পক্ষে অংশগ্রহণ করবেন।
চ্যাম্পিয়ন, রানার্স আপ দলকে ও খেলোয়াড়দেরকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে। এছাড়া লিগের সুশৃঙ্খল দলকে, সেরা খেলোয়াড়, সেরা গোল রক্ষক এবং লিগের সেরা উদীয়মান খেলোয়াড়কে ট্রফি প্রদান করা হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট দুই লক্ষ টাকা।
সিজেকেএস নির্বাহী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আবুল হাশেম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সিজেকেএস অতি: সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর আক্তারুজ্জামান, লোকমান হাকিম, সাইফুল্লাহ চৌধুরী, সিজেকেএস হকি কমিটির যু্গ্ম সম্পাদক মকসুদুর রহমান বুলবুল, এস এম ইকবাল মোর্শেদ, সাইফুল আলম বাবু ও এ.টি.এম কাউছার হাবিব।