চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস ১ম বিভাগ ও ২য় বিভাগ ব্যাডমিন্টন লিগ গতকাল বিকেলে সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু । সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিগের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সেতারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল মান্নান।
সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো: দিদারুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাশেম, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, মুজিবুর রহমান, মো. লুৎফুল করিম সোহেল, এনামুল হক, মো. সাইফুল আলম বাপ্পি, রায়হান উদ্দিন রুবেল, আবু জাহেদ, সরওয়ার আলম চৌধুরী মনি, মো. জাহেদ হোসেন, জাফর ইকবাল, আলী হাসান রাজু, এম এ মুছা বাবলু, এস এম ইকবাল মোরশেদ, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য মাইনুল ইসলাম আজাদ, এনামুল হক, মোঃ জসিম উদ্দিন, তৌহিদ হোসেন প্রমুখ। সকাল থেকে লিগের বেশকটি খেলা সম্পন্ন হয়েছে।