সিজেকেএস হকি টুর্নামেন্টের ফাইনালে আজ চবি-জামাল স্মৃতি মুখোমুখি

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

সিজেকেএস হকি টুর্নামেন্টের ফাইনালে আজ শিরোপা লড়াইয়ে নামছে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জামাল স্মৃতি ৪১ গোলে চট্টগ্রাম মহানগর হকি ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের সৈকত, মিমো,শহিদুল ও জুয়েল ১টি করে গোল করেন। প্রাপ্ত পিসি থেকে মহানগরের প্রিতম ১টি গোল পরিশোধ করে। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় শহিদুলকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতী হকি খেলোয়াড় ও সিজেকেএস হকি কমিটির সদস্য মোশফেকুর রহমান আরমান। এদিকে বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০ গোলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজকে পরাজিত করে ফাইনালে যায়। বিজয়ী দলের কুশলী ফরোয়ার্ড সামী একাই ২টি গোল করেন। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় মুহাম্মদ সামীকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতী হকি খেলোয়াড়, কোচ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক রাশেদ বিন আমিন চৌধুরী। আজ ২.১৫টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হবে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম মিঞা।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে শুরু ভারত-পাকিস্তানের
পরবর্তী নিবন্ধফুলকির সুবর্ণজয়ন্তীতে খুদেদের ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন