সিজেকেএস হকি টুর্নামেন্টে জামাল স্মৃতি এবং চবি’র জয়

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

সিজেকেএস হকি টুর্নামেন্টে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ ৬০ গোলে চট্টগ্রাম মহানগর হকি ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিক্ত ও পারভেজ ২টি করে, রিহাত ও শহিদুল ১টি করে গোল করে। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় রিক্ত এর হাতে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক হকি খেলোয়াড় রিজওয়ানুল হক মামুন। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪০ গোলে এসকে স্পোটর্স বিডিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের মিনহাজ, সামী,সাদী ও রাকিব ১টি করে গোল করে। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় আব্দুল্লাহ আল সাদীকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতী ফুটবলার, কোচ ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। আজকের খেলা: চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়.১৫টা।

পূর্ববর্তী নিবন্ধখেলোয়াড় বাছাই কার্যক্রম কমিটির সভা
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে ইনিংস ব্যবধানে হারলো চট্টগ্রাম