সিজেকেএস হকি টুর্নামেন্ট শুরু উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস হকি টুর্নামেন্ট গতকাল ৬ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়েছে। বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ ৫০ গোলে চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজকে পরাজিত করে। জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের পক্ষে ২টি করে গোল করেন পারভেজ ও শহিদুল এবং ১টি গোল করেন জুয়েল। দিনের অপর খেলায় চট্টগ্রাম মহানগর হকি ক্লাব ৫০ গোলে এস কে স্পোর্টস বিডিকে পরাজিত করে। চট্টগ্রাম মহানগর হকি ক্লাবের পক্ষে ২টি গোল করেন অন্তু এবং ১টি করে গোল করেন বিশাল, অর্পণ, দদুল ও প্রিতম। জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সিজেকেএস হকি উপ কমিটির ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিত্বে সিজেকেএস হকি কমিটির সম্পাদক মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হকি খেলোয়াড় মো. ফারুক, সিজেকেএস হকি উপ কমিটির যুগ্ম সম্পাদক হাসান তৌফিক ইমাম ও রেজওয়ানুল হক মামুন, সদস্য মো. মুশফিকুর রহমান আরমান, আনিসুর রশিদ, শাহ আলম রাহুল, শৈবাল আচার্য, সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। আজ ৭ ডিসেম্বর দুপুর ১টায় চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজ এবং এস কে স্পোর্টস বিডি এবং দুপুর ২.১৫টায় চট্টগ্রাম মহানগর হকি ক্লাব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরস্পরের মোকাবেলা করবে। উল্লেখ্য সিজেকেএস হকি টুর্নামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর হকি ক্লাব, এস কে স্পোর্টস বিডি, জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ, চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধস্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ