সিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতা গতকাল ২৭ ডিসেম্বর সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে। বাটার ফ্লাই, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, ফ্রি স্টাইল ইভেন্টের ১৪টি ক্যাটাগরীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ সাঁতার প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার ১৬টি স্কুলের ১০৩ জন সাঁতারু অংশগ্রহণ করে। সিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতা পৃথক পৃথক তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে (৬ষ্ঠ হতে ৭ম শ্রেণী) চ্যাম্পিয়ন হয়েছে নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ দাশ। ‘খ’ বিভাগে (৮ম হতে ৯ম শ্রেণী) চ্যাম্পিয়ন হয়েছে কলকাকলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজমাঈন ফারহান। ‘গ’ বিভাগে (১০ম শ্রেণী) চ্যাম্পিয়ন হয় এ এম এস অনলাইন স্কুলের শিক্ষার্থী জামিউল হাসান ফারহান। প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন। সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান সাঈদুল ইসলাম মীর (ইবেন মীর) এর সভাপতিত্বে এবং সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক ইমরান এমি, সদস্য আবু জাফর, শহীদুল হক চৌধুরী, নারায়ন দে, সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে আকুবদন্ডি ও পাঠানটুলীর জয়
পরবর্তী নিবন্ধমাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালস কোচ