সিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতা আগামী ২৭ ডিসেম্বর সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী চট্টগ্রাম জেলার স্কুলসমূহকে আগামী ২১ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে স্ব স্ব স্কুলের প্যাডে সম্মতিপত্র প্রদানের জন্য বলা হয়েছে। সিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতা পৃথক পৃথক তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। যথা– ‘ক’ বিভাগ:- ৬ষ্ঠ হতে ৭ম শ্রেণী, ‘খ’ বিভাগ:- ৮ম হতে ৯ম শ্রেণী, ‘গ’ বিভাগ:- ১০ম শ্রেণী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের শিক্ষার্থীদের পরিচয়পত্র সংযুক্ত করতে হবে এবং যাচাই বাছাইয়ে বয়সের গড়মিল পরিলক্ষিত হলে রেজি: বাতিল বলে গণ্য হবে। প্রতিযোগিতার ইভেন্টসমূহ হলো: ক) বাটার ফ্লাই–৫০মি. খ) ব্যাক স্ট্রোক–৫০মি. ও ১০০মি. গ) ব্রেস্ট স্ট্রোক–৫০মি. ও ১০০মি. ঘ) ফ্রি স্টাইল–৫০মি. ও ১০০মি.। এ ব্যাপারে বিস্তারিত জানতে সিজেকেএস সাঁতার উপ–কমিটির সম্পাদক আছলাম মোরশেদ, মোবাইল– (০১৮৩০–৩০৩৯০৮) নাম্বারে যোগাযোগ করা যাবে।












