সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৫ অক্টোবর শুরু

এন্ট্রি আহ্বান

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৫ অক্টোবর হতে সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট২০২৫ চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এ টুর্নামেন্টে মোট ৪টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। ইভেন্টসমূহ হলো : বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত। বালক একক ইভেন্টে সর্বোচ্চ ৪টি এন্ট্রি, বালক দ্বৈত ইভেন্টে সর্বোচ্চ ২টি এন্ট্রি এবং বালিকা একক ইভেন্টে সর্বোচ্চ ৪টি এন্ট্রি, বালিকা দ্বৈত ইভেন্টে সর্বোচ্চ ২টি এন্ট্রি প্রদান করতে পারবে। আগ্রহী চট্টগ্রাম জেলার স্কুলসমূহকে আগামী ২০ অক্টোবর বিকাল ৫ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে প্রত্যেক খেলোয়াড়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষকের স্বাক্ষরে স্ব স্ব স্কুল প্যাডে ‘সম্পাদক, ব্যাডমিন্টন উপকমিটি, সিজেকেএস’ বরাবরে অংশগ্রহণের সম্মতিপত্র প্রদানের জন্য বলা হয়েছে। এ টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে সিজেকেএস ব্যাডমিন্টন উপকমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ, মোবাইল নং ০১৭১৫৪৪৩৯৩৯ এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআমি মেসি নই বললেন হামজা