চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লিবার্টি গ্রুপ ভলিবল লিগ মাঠে গড়াচেছ আজ। প্রিমিয়ার, প্রথম বিভাগ এবং মহিলা এই তিনটি লিগ শুরু হচ্ছে এক সাথে। সিজেকেএস প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস। প্রিমিয়ার ভলিবল লিগে অংশ নিচ্ছে ১২টি দল। দলগুলো তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। প্রিমিয়ারের দলগুলো হচ্ছে ‘ক’ গ্রুপে বাকলিয়া একাদশ, রাইজিং স্টার, ক্রিকেট ক্লাব এবং কাস্টমস এসসি। ‘খ’ গ্রুপে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার জুনিয়র, আগ্রাবাদ কমরেড ক্লাব, ‘গ’ গ্রুপে রয়েছে মোহামেডান এসসি, শতদল ক্লাব, ইয়ং স্টার ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তিন গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার থ্রি পর্বে। সেখানে পয়েন্ট তালিকার সবার উপরের দলটি হবে চ্যাম্পিয়ন। প্রথম বিভাগ লিগে অংশ নিচ্ছে ১৩টি দল। দলগুলো চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম ফুটবল ক্লাব। ‘খ’ গ্রুপে রয়েছে বার্ডস স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব এবং চন্দনপুরা একাদশ। ‘গ’ গ্রুপে রয়েছে কর্ণফুলী ক্লাব, চট্টগ্রাম ওয়াসা ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ, অগ্রণী সংঘ, সাউথ এন্ড ক্লাব। ‘ঘ’ গ্রুপে রয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী,গোসাইলডাঙ্গা যুব গোষ্ঠী। এই চার গ্রুপের চার দল খেলবে সুপার ফোর পর্বে। সেখানে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে। নারী ভলিবলে অংশ নিচ্ছে ১৪টি দল।
প্রিমিয়ার লিগে চট্টগ্রামের বাইরের দুজন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবে। তবে প্রথম বিভাগ লিগে খেলবে কেবলই স্থানীয় খেলোয়াড়রা। তবে মহিলা ভলিবলে সব জেলা খেলোয়াড় অংশ নিতে পারবে। এবারের প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগের বাজেট ধরা হয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা। আর মহিলা লিগের বাজেট ধরা হয়েছে এক লক্ষ এক হাজার টাকা। পুরো অর্থ প্রদান করবে স্পন্সর প্রতিষ্ঠান লিবার্টি গ্রুপ। গতকাল এই লিগ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ভালিবল সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। বক্তব্য রাখেন সিজেকেএস ভলিবল চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহি সদস্য নাসির মিয়া, হাসান মুরাদ বিপ্লব, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, শামীম আহমেদ সহ কর্মকর্তারা।