সিজেকেএস বেসবল প্রশিক্ষণ ক্যাম্প কাল শুরু

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ বেসবলসফটবল এসোসিয়েশনের আয়োজনে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১১১২ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রথমবারের মত দুই দিনব্যাপী বেসবল প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। উক্ত বেসবল প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করতে আগ্রহী চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫২৫ বছরের ছাত্র ও ছাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী খেলোয়াড়দের আজ ১০ সেপ্টেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে চট্টগ্রাম জেলা কোচ সিদ্দিক আল মামুন (০১৯১৬১৮১১১১) ও সহকারী কোচ আরমান হোসেন (০১৭৯৬৩৯০৮১০) এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের পর্দা উঠছে আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের দাবা প্রতিযোগিতা