সিজেকেএস বেসবল প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেসবলসফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী বেসবলের প্রচার ও প্রসারে চলমান ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প গত রোববার সফলভাবে শেষ হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হওয়া বেসবল ডেভলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন বেসবল খেলতে আগ্রহী প্রায় ৪৭ জন ছেলে ও মেয়ে খেলোয়াড়। প্রশিক্ষণে বেসবলের মৌলিক কৌশল, মাঠে অবস্থান, বল নিক্ষেপ ও ক্যাচিংয়ের মত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ এবং একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ, এবং জাতীয় দলের খেলোয়াড় ও প্রশিক্ষক জনি, ইমরান ও কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিজিকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বেসবল ফেডারেশনের সার্টিফিকেট প্রাপ্ত চট্টগ্রাম জেলা বেসবল কোচ সিদ্দিক আল মামুন ও সহকারী কোচ আরমান হোসেন।

প্রশিক্ষণার্থীদের মাঝে বেসবলের সামগ্রীজার্সি বিতরণ করা হয় ও ক্যাম্প শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। খেলোয়াড়দের দক্ষতা যাচাই করে ভবিষ্যতে জাতীয় প্রতিযোগিতার জন্য সম্ভাব্য ও জেলা দল বাছাইয়ের কাজ চলমান রয়েছে। চট্টগ্রামের মতো অন্যান্য জেলাতেও এই ধরনের উন্নয়নমূলক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, যা বেসবলের প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআঁরার দুরুস কুরা
পরবর্তী নিবন্ধবিশ্ব অ্যাথলেটিক্সের হার্ডেলস ৪৪ জনের মধ্যে ৪২তম বাংলাদেশের রনি