সিজেকেএস বাস্কেটবল লিগ সম্পন্ন

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এশিয়ান গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৪ টি দলের অংশগ্রহণে সিজেকেএস বাস্কেটবল লিগ গত ৩ জুন সম্পন্ন হয়েছে। সিজেকেএস জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠিত বাস্কেটবল পুরুষ লিগে চ্যাম্পিয়ন হয় মুক্ত বিহঙ্গ ক্লাব। এর আগে মহিলাদের লিগে চ্যাম্পিয়ন হয় ওপিএ দল। পুরুষদের লিগে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনালে মুক্তবিহঙ্গ ক্লাব ৬১-৫৬ পয়েন্টে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। মুক্তবিহঙ্গ ক্লাবের ক্রিস্টোফার সেমিফাইনালের মত ফাইনালেও নিজ কৃতিত্ব ধরে রেখে দলের চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেন।

ফাইনালে তিনি ২২ পয়েন্ট স্কোর করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ ও মহিলা লিগের বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের পরিচালক মো. ইয়াকুব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি ও বাস্কেটবল কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ও বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, আলী হাসান রাজু, কাজী মো. জসিম উদ্দীন, এবং সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯
পরবর্তী নিবন্ধমহানগর পর্যায়ের খেলা ১৬ জুন শুরু