সিজেকেএস বাস্কেটবল লিগের ফলাফল

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

সিজেকেএস এশিয়ান গ্রুপ বাস্কেটবল লিগে গতকাল শনিবার সুপার থ্রি পর্বের খেলায় মুক্ত বিহঙ্গ ৬৪৪৭ পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। আজ মুক্ত বিহঙ্গ বনাম ক্যাথলিক ক্লাবের মধ্যকার সুপার থ্রি পর্বের শেষ খেলাটি সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল দলগুলোর সাথে মতবিনিময় সভা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিসিএল বারকোড রিটজি স্নুকার ও পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ