সিজেকেএস এশিয়ান গ্রুপ বাস্কেটবল লিগে গতকাল শনিবার সুপার থ্রি পর্বের খেলায় মুক্ত বিহঙ্গ ৬৪–৪৭ পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। আজ মুক্ত বিহঙ্গ বনাম ক্যাথলিক ক্লাবের মধ্যকার সুপার থ্রি পর্বের শেষ খেলাটি সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে।