চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস বাস্কেটবল (পুরুষ ও মহিলা) লিগ আগামী ১০ মে হতে শুরু হবে। এ লিগে সিজেকেএস অনুমোদিত আগ্রহী ক্লাব/সংস্থাকে আগামী ২৮ এপ্রিল বিকাল-৩টার মধ্যে স্ব স্ব ক্লাবের প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষরে লিখিতভাবে অংশগ্রহণের সম্মতিপত্র সিজেকেএস কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।