“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত তরুণ্যের উৎসব উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাস্কেটবল প্রতিযোগিতা আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম সাগরিকাস্থ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মোট ৩টি বিভাগের (অনুর্ধ্ব–১৯ বালক বিভাগ, পুরুষ বিভাগ ও মহিলা বিভাগ) এই প্রতিযোগীতায় চট্টগ্রামে বসবাসরত সব বয়সের বাস্কেটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। নতুন প্রজন্মের কাছে খেলাধুলার চর্চ্চা ও ইতিবাচক খেলাধুলার মনোভাব জাগিয়ে তোলার লক্ষ্যে এই আয়োজন গুরুত্ত্বপূর্ন ভুমিকা রাখবে। আসন্ন এই প্রতিযোগিতা থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করা হবে। যারা আগামীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের বিস্তারিত তথ্যের জন্য রোমেল রাশা মোবাইল নং ০১৩১২–১১১৩১৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।











