চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ফুটবল কমিটির ১ম সভা গত ১৮ জুলাই সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম ও সহ-সভাপতি, সিজেকেএস এবং ফুটবল কমিটির চেয়ারম্যান বিজয় বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহা. শাহজাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি ও সিজেকেএস ফুটবল কমিটির সদস্য এস.এম.শহীদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মাহমুদুর রহমান মাহবুব, সদস্য তাহের উল আলম চৌধুরী স্বপন, মো. এনামুল হক, এম.এ মুছা বাবলু। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো. জমির উদ্দীন (বুলু), নাসির মিঞা, হারুন আল রশিদ,ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, সদস্য রায়হান উদ্দীন রুবেল, সাইফুল্লাহ চৌধুরী, কাজী জসিম উদ্দিন, জাফর ইকবাল, সৈয়দ নুর নবী লিটন, সাইফুল আলম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।