সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মাওয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ মাঠে গড়াচ্ছে আগামীকাল। দেশের সেরা সব শার্টলার ছাড়াও বিদেশী একাধিক শার্টলার অংশ নিচ্ছে এবারের লিগে। এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উাদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পনসর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম ববি। এবারের প্রিমিয়ার লিগ তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে।

ইভেন্ট সমূহ হচ্ছে : পুরুষএকক, পুরুষদ্বৈত এবং পুরুষ একক। এই লিগে দশটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সিটি ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান গ্রীন, লিটল ব্রাদার্স, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, শহীদ শাহজাহান সংঘ, বাকলিয়া একাদশ ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল এবং গোসাইলডাঙ্গা যুব গোষ্ঠী। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে খেলবে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। এবারের লিগের বাজেট ধরা হয়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা। যার পুরো অর্থ স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপ প্রদান করবে।

গতকাল লিগের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো. দিদারুল আলম। বক্তব্য রাখেন সিজেকেএস সহ সভাপতি এহছানুল হায়দার চৌধুরী বাবুল, স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলম ববি এবং সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিঞা, হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, জাহেদ হোসেন, এস এম ইকবাল মোর্শেদ, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য নিমশান জাহাঙ্গীর, জসিম উদ্দীন, তৌহিদ হোসেন, এনামুল হক ।

পূর্ববর্তী নিবন্ধজিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে পঞ্চম জয় পাইরেটসের