সিজেকেএস প্রিমিয়ার হ্যান্ডবল লিগের ফাইনালে উঠেছে মোহামেডান এস সি ব্লুজ এবং চট্টগ্রাম কাস্টমস এস সি। আজ ১৭ জুলাই রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে এই দুই দল লিগের ফাইনাল খেলায় মুখোমুখি হবে। গতকাল শনিবার লিগের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে চট্টগ্রাম কাস্টমস এস সি ৪৮-১০ গোলে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে।
এ খেলায় বিজয়ী কাস্টমস দলের পক্ষে ফয়সাল ১৫টি, আলমগীর ১১টি, সাজিদ ও জাফরী ৭টি করে গোল করেন। অন্যদিকে বিজিত ক্রিসেন্ট ক্লাবের পক্ষে গোলাম তাহের, রবিন দাশ, রিগোন দাশ ৩টি করে গোল করেন। একই ভেন্যুতে লিগের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মোহামেডান এস সি ব্লুজ ৩০-১৭ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। এ খেলায় বিজয়ী মোহামেডান ব্লুজের পক্ষে রুবেল ১০টি, মাহিন ৭টি, রাতুল ৮টি গোল করেন। বিজিত ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ফারদিন ৯টি, আরাফাত ও নিরান ২টি করে গোল করেন।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করবেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিীন। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ সালাহউদ্দিন।