শেষ পর্যন্ত অজেয় থাকা হলো না আবাহনীর। আগেই শিরোপা জেতা নিশ্চিত করলেও নিজেদের এবং লিগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২ উইকেটে হেরে যায় আবাহনী। গত শুক্রবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এবারের লিগের সুপার ফোর পর্বে এটি ব্রাদার্সের প্রথম জয়। আর লিগে আবাহনীর প্রথম হার। ফলে অজেয় থাকা হয়নি চ্যাম্পিয়নদের। টসে হেরে ব্যাট করতে নামা আবাহনী ৪৭.১ ওভারে ১৫১ রানে অল আউট হয়। দলের পক্ষে আরিফ রেজা ৩৭, সানজু ২০, শোয়েব ১৯, ইমরান ১৪, মহিউদ্দিন ১৫ এবং তৌহিদুল করেন ১৪ রান। ব্রাদার্সের পক্ষে ৩টি উইকেট নেন নাকিব। ২টি করে উইকেট পান ওবায়দুল এবং সুমন। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের খাতায় রান যোগ হওয়ার আগেই দুই ওপেনারকে হারায় ব্রাদার্স। মঈন এবং ধ্রুব মিলে ৫৬ রান যোগ করে সে বিপর্যয় কিছুটা সামাল দেন। ২৮ রান করা মঈনকে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন নজরুল। এরপর ধ্রুব একাই লড়াই করে যান আবাহনীর বোলারদের সামনে। শামসুদ্দিন এসে দ্রুত চার উইকেট তুলে নিলেও ধ্রুব দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ১১ বল বাকি থাকতে ২ উইকেটের জয় দিয়ে লিগ শেষ করে ব্রাদার্স। ৬২ রান করেন ধ্রুব। ১৮ রান করেন সোহাগ। আবাহনীর পক্ষে ২৩ রানে ৪ উইকেট নেন শামসুদ্দিন বাপ্পা। ২টি উইকেট পান নজরুল। খেলা শেষে মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন আবাহনী এবং রানার্স আপ পাইরেটস অব চিটাগাং এর কর্মকর্তাদের হাতে। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্পন্সর ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম, সিজেকেএস সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ শাহজাহান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর এস এম আব্দুল্লাহ আল মামুন, আলী হাসান রাজু, মো. এনামুল হক প্রমুখ।












