চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগ মাঠে গড়িয়েছে আগেরদিন। গত শনিবার মাঠের খেলা শুরু হলেও গতকাল রোববার হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। গতকাল প্রিমিয়ার বিভাগের খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ৬০–০৯ পয়েন্টে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। এছাড়া চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫৯–১৭ পয়েন্টে সিটি ক্লাবকে, ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাব ৬০–০৮ পয়েন্টে স্টার ক্লাবকে, লিটল ব্রাদার্স ৩৩–৩২ পয়েন্টে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। অপরদিকে প্রথম বিভাগের খেলায় সিটি কর্পোরেশন একাদশ ৫০–১৭ পয়েন্টে এলিট পেইন্ট আর সি কে, নিমতলা লায়ন্স ক্লাব ৪০–১৯ পয়েন্টে চন্দনপুরা একাদশকে, আবেদীন ক্লাব ২০–০ পয়েন্টে চবক ক্রীড়া সমিতিকে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ২২–০৪ পয়েন্টে মাদারবাড়ি উদয়ন সংঘকে পরাজিত করে।
গতকাল সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস কাবাডি কমিটির চেয়ারম্যান চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, মুজিবুর রহমান, সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, আলী হাসান রাজু, সাইফুল আলম খাঁন, কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক শাহ জালাল উদ্দিন, সদস্য মজিবুর রহমান, এস এম গিয়াস উদ্দিন বাবর, আব্দুল মাবুদ প্রমুখ।