সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির ব্যবস্থাপনায় সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ গতকাল বিকেলে সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লিগের উদ্বোধন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আকতারুজ্জামান, মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, মো: এনামুল হক, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিজেকেএস কাউন্সিলর মকছুদুর রহমান বুলবুল, মাহবুবুল আলম, সিরাজুল আলম, আসাদুজ্জামান, হারুন রশীদ, ওয়াসিম কামাল রাজা, সায়েলা আবেদীন, সালাউদ্দীন জাহেদ, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন, ভাসইস চেয়ারম্যান মহসিন জামান পাপ্পু, যুগ্ম সম্পাদকদ্বয় রাকিবুল উল ইসলাম সাচ্চু, মো: আলী কায়ছার, সৈয়দ আব্দুল আহাদ, আব্দুল মালেক, প্রকৌশলী এস এম তারেক, সদস্য নাসির হাসান, মির্জা আরিফুর রহমান, শারফিন কবির লিসা, মো: ইসহাক, মো: নুরুল আমিন, জেসমিন আক্তার জেসিসহ অংশগ্রহণকারী দাবাড়ুবৃন্দ প্রমুখ। সুইস পদ্ধতিতে আয়োজিত এবারের দাবা লিগের খেলা সমুহ ইলেক্ট্রনিক বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে লিগের খেলা সমুহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে দেখা যাবে।
প্রিমিয়ার ডিভিশনে ১০ টি দল নিয়ে খেলা শুরু হয়েছে। ২৭টি দল নিয়ে ১ম বিভাগ দাবা লিগ ২৪ মে শুরু হবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত প্রিমিয়ার লীগে মোট ৫ জন ভারতীয় দাবাড়ু একজন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন ফিদে মাস্টার, ২ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ৫৩ জন রেটিং দাবাড়ু অংশগ্রহণ করছে। গতকাল প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
আজ বিকাল টায় ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চীফ আরবিটর হিসেবে এফ এ প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে এফ এ সাইফুল ইসলাম, এন্টি চিটিং আরবিটর হিসেবে সৈয়দ আব্দুল আহাদ ও আরবিটর হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করছেন।