সিজেকেএস তায়কোয়ানডো লীগ শুরু

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস তায়কোয়ানডো লীগের উদ্বোধন করা হয়েছে গতকাল। সকালে সিজেকেএস জিমন্যাশীয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দীন। সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো: মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের সত্ত্বাধীকারী অনুপ বিশ্বাস ও তায়কোন্ডো ফেডারেশনের যুগ্ম সম্পাদক সুমন দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, মো: দিদারুল আলম, নাসির মিঞা। সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, সরওয়ার আলম মনি, সাইফুল আলম বাপ্পি, প্রবীণ কুমার ঘোষ, আলী হাসান রাজু, তিমির বরণ চৌধুরী, এনামুল হক। এবারের তায়কোয়ান্ডো লিগে ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধপাইরেটস অব চিটাগাং এর জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবলে গোসাইলডাঙ্গার জয়