চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১৬-২০ জুন টেনিস লিগ চট্টগ্রাম ক্লাব লিঃ টেনিস গ্রাউন্ডে শুরু হবে। এ লিগে অংশ নিতে ইচ্ছুক সিজেকেএস অনুমোদিত ক্লাব/সংস্থাসমূহকে আগামী ৫ জুন রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে অংশগ্রহণের সম্মতি পত্র ক্লাবের স্ব স্ব লেটার প্যাডে লিখিতভাবে জমা দেয়ার জন্য টেনিস কমিটির সম্পাদক সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।