সিজেকেএস জুডো প্রশিক্ষণ ১ ফেব্রুয়ারি থেকে শুরু

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

সিজেকেএস জুডো প্রশিক্ষণ আগামী ০১ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ হতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি সিজেকেএস জুডো লিগ শুরু করা হবে। লিগ ও প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী সিজেকেএস অনুমোদিত ক্লাব/উপজেলা ক্রীড়া সংস্থাসমূহকে আগামী ২০ জানুয়ারী রাত ৮ টার মধ্যে অংশগ্রহণের সম্মতি স্ব স্ব ক্লাবের প্যাডে লিখিতভাবে সিজেকেএস অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে সিজেকেএস জুডো কমিটির যুগ্ম সম্পাদক তুলু-উশ-শামস্‌ (০১৮১৯-৬৪৮৪৫৬) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়াসিরকে গালি দিয়ে জরিমানা গুণলেন জেমিসন
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগের মতবিনিময় সভা আজ