চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস চুকবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব । আর রানার্স আপ হয়েছে রাইজিং স্টার ক্লাব (জুনিয়র)। সুপার থ্রি পর্বের শেষ খেলায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৬–১৮ পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) কে পরাজিত করে চ্যাম্পিন হওয়ার গোরব অর্জন করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনস্ মাঠের মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস হলে অনুষ্ঠিত খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুশিল কমিশনার (সদর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মো: আব্দুল ওয়ারীশ। সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর এইচ এম সোহেল সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আলমগীর, সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল, রায়হান উদ্দীন রুবেল, কল্লোল দাশ, সাইফুল আলম খাঁন, মুসা বাবলু, জসিম উদ্দীন, এস এম ইকবাল মোর্শেদ, সিডিএফএ সাধারণ সম্পাদক মো: ইয়াছির আরাফাত প্রমুখ।