সিজেকেএস চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় গতকাল ১৮ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশলাইন মাল্টিপারপাস স্পোর্টস হলে তারুণ্যর উৎসব সিজেকেএস চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম (অব🙂। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সিএমপি, মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, আবু হেনা মোস্তফা কামাল টুলু, সাধারণ সম্পাদক,বাংলাদেশ চুকবল এসোসিয়েশন কল্লোল দাশ। এসময় উপস্থিত ছিলেন সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ফয়সাল আজিম, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুল্লাহ্‌ মুনীর, রায়হান উদ্দিন রুবেল, হায়দার আলী, চুকবল এসোসিয়েশনের ডেভেলাপমেন্ট কমিটির সদস্য প্রসেনজিত দত্ত রাজু, সেপাক টাকরো এসোসিয়েশনের সদস্য লুৎফুল করিম সোহেল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ প্রশাসনিক কর্মকর্তা মো. আমির হোসেন, অংশগ্রহণকারী স্কুল সমূহের শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ প্রমুখ। প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল হাকিম মুন্না, মো. আলমগীর, আরাফাত রহমান। চট্টগ্রামের ৮টি বালক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিয়ে চুকবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের বিনিময়ে ঘর সাজানোর সামগ্রী
পরবর্তী নিবন্ধরোনালদো আবারও সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার