সিজেকেএস খো খো লিগ ৪ জুলাই শুরু

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস খো খো লিগ আগামী ৪ জুলাই চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। লিগে অংশগ্রহণকারী ক্লাবসমূহকে সিজেকেএস হিসাব বিভাগ হতে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহপূর্বক পূরণ করে তা আগামী ২ জুলাই রাত ৮ টার মধ্যে সিজেকেএস অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ১২ জন স্থানীয় খেলোয়াড়ের মধ্যে কমপক্ষে ৯ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন ফরম জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি সংযুক্ত করত: জমা দিতে হবে। প্রতি দলে চট্টগ্রাম জেলার বাইরের ৩ জন কোটার খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে। কোটার খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন ফরম খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে সিজেকেএস খো খো কমিটির বরাবরে জমা দিতে হবে। সিজেকেএস খো খো কমিটি ও লিগে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে গত ২১ জুন অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ষামঙ্গল নাট্য সম্ভারে মঞ্চস্থ হলো ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’
পরবর্তী নিবন্ধমালদ্বীপ জয়কে বড় অর্জন বলছেন বাংলাদেশ কোচ