সিজেকেএস খো খো লিগের ১ম পর্বের খেলা শেষ হয়েছে। ১৯টি দল নিয়ে শুরু হওয়া ১ম পর্বের খেলা শেষে ছয়টি গ্রুপের শীর্ষ মোট ৬টি দল ২য় পর্ব অর্থাৎ সুপার সিক্সে উন্নীত হয়। সুপার সিক্সে উন্নীত দলগুলো হলো: বি.সি.আই.সি ক্রীড়া সংসদ, হালিশহর লাকী ক্লাব, অছি ক্লাব, শতদল ক্লাব, নবীন মেলা এবং চট্টগ্রাম রাইফেল ক্লাব। সমাপনী দিনে আজ লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। গত ৪ জুলাই থেকে লিগের খেলা শুরু হলেও গতকাল ৫ জুলাই বেলা ১২টায় এম.এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস কোষাধ্যক্ষ ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং খো খো কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, লুৎফুল করিম সোহেল, আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, সাইফুল্লাহ চৌধুরী, ডা. সাইফুল ইসলাম, সাইফুল আলম বাপ্পি, আলী হাসান রাজু, আবু জাহেদ, মো. এনামুল হক, মাহমুদুর রহমান মাহাবুব, সালাউদ্দীন জাহেদ, রায়হান উদ্দীন রুবেল, আব্দুর রশীদ লোকমান, সাইফুল আলম খাঁন, সরওয়ার মনি, কাজী জসিম উদ্দীন, হারুন অর রশীদ, সাইফুল্লাহ মুনির প্রমুখ।