সিজেকেএস কারাতে লিগের উদ্বোধন

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এম.এ সুফিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ সিজেকেএস কারাতে লিগ গতকাল ২৪ জানুয়ারী সকাল ৯টায় শুরু হয়েছে। সিজেকেএস জিমন্যাশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলমের সভাপতিত্বে ও সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, কপিল উদ্দিন খান, মো. লুৎফুল করিম সোহেল, আবু জাহেদ, আঞ্জুমান আরা বেগম, সিজেকেএস কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, শেখ মো. দিদার উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউল্লাস ক্লাবের ক্রিকেট অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন