চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের খেলা শুরু হয়েছে। গতকাল শনিবার প্রিমিয়ার বিভাগের খেলায় ফ্রেন্ডস ক্লাব ৩০–২৫ পয়েন্টে কাস্টমস স্পোর্টস ক্লাবকে, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ৪০–২২ পয়েন্টে সিটি ক্লাবকে, ব্রাদার্স ইউনিয়ন ৪৭–০৫ পয়েন্টে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩৮–১৪ পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে, ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাব ৫২–২০ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে এবং লিটল ব্রাদার্স ৪৪–০৩ পয়েন্টে স্টার ক্লাবকে পরাজিত করে। ১ম বিভাগের খেলায় উল্লাস ক্লাব ৫৮–৩৬ পয়েন্টে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ৭০–২৯ পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ক্লাবকে, কল্লোল সংঘ গ্রিন ৪৬–২৯ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, নবীন মেলা ৫৩–০৮ পয়েন্টে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, সেবানিকেতন ৪২–৩৬ পয়েন্টে বিসিআইসি ক্রীড়া সংসদকে এবং পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৬০–০৩ পয়েন্টে চিটাগাং রয়েলকে পরাজিত করে।












