সিজেকেএস কাবাডি লিগের ফলাফল

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের খেলা শুরু হয়েছে। গতকাল শনিবার প্রিমিয়ার বিভাগের খেলায় ফ্রেন্ডস ক্লাব ৩০২৫ পয়েন্টে কাস্টমস স্পোর্টস ক্লাবকে, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ৪০২২ পয়েন্টে সিটি ক্লাবকে, ব্রাদার্স ইউনিয়ন ৪৭০৫ পয়েন্টে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩৮১৪ পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে, ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাব ৫২২০ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে এবং লিটল ব্রাদার্স ৪৪০৩ পয়েন্টে স্টার ক্লাবকে পরাজিত করে। ১ম বিভাগের খেলায় উল্লাস ক্লাব ৫৮৩৬ পয়েন্টে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ৭০২৯ পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ক্লাবকে, কল্লোল সংঘ গ্রিন ৪৬২৯ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, নবীন মেলা ৫৩০৮ পয়েন্টে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, সেবানিকেতন ৪২৩৬ পয়েন্টে বিসিআইসি ক্রীড়া সংসদকে এবং পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৬০০৩ পয়েন্টে চিটাগাং রয়েলকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে আলোকিত যুব সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনারী বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ