সিজেকেএস কাউন্সিলরদের নিয়ে এবারের ক্যারম টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ জুন, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ক্যারম টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। বিকেলে সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হবে এবারের ক্যারম টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এবারের ক্যারম টুর্নামেন্টে কেবল সিজেকেএস কাউন্সিলররা বিভিন্ন ক্লাবের হয়ে অংশ গ্রহণ করতে পারবে। একক এবং দ্বৈত এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের ক্যরাম টুর্নামেন্টে। একক ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ৩৬টি দল।

এই ৩৬ দল চার গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে অংশ নেবে। চার গ্রুপের চার চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। আগামী ১ জুলাই একক ক্যাটাগরির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দ্বৈত ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ৮টি দল। এই ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে। দুই গ্রপের দুটি করে শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। ১ জুলাই সন্ধ্যা সাত টায় অনুষ্ঠিত হবে দ্বৈত ক্যাটাগরির ফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের এক মাসের বেতন দিলেন মুশফিক
পরবর্তী নিবন্ধবাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি দেখছেন ডমিঙ্গো