সিজেকেএস এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি ১৫ মার্চ থেকে শুরু

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদীয়মান ও প্রতিভাবান তরুন এ্যাথলেট সৃষ্টি ও এ্যাথলেটিক্স খেলার উন্নয়নের লক্ষে আগামী ১৫ মার্চ হতে ১৫ দিনব্যাপি সিজেকেএস এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিজেকেএস এর অনুমোদিত ক্লাব ও উপজেলা সমুহের বালক-বালিকা, ছাত্র-ছাত্রী ও এ্যাথলেটদের আগামী ১৪ মার্চ বিকাল ৩টায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে উপস্থিত হয়ে সিজেকেএস এ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দীন (মোবাইল নং- ০১৮১৯-৮৬৮৭০৪) এবং প্রশিক্ষক মো. সরওয়ারুল আলম সোহেল, (মোবাইল নং- ০১৯১১-১৮১৯৬৩) এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্নের শেষ বিদায় হবে ৩০ মার্চ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৭.৯৬ কোটি টাকা