সিজেকেএস আরচ্যারী লিগ আজ শুরু

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস আরচ্যারী লিগ আজ ১৩ জুন সকাল ১০ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান। বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিররণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিজেকেএস আরচ্যারী কমিটির চেয়ার ডা. তিমির বরণ চৌধুরী। এবারের লিগে মোট ৩টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম), চট্টগ্রাম ফুটবল ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান গ্রিন।

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক ফোরামের রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধকম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফুটবল দল