সিজেকেএস অনূর্ধ্ব-১২ ক্রিকেট ফেস্ট এর ফাইনালে উন্নীত হয়েছে দুই সাবেক সাধারণ সম্পাদক এর নামে গঠিত দল দস্তগীর চৌধুরী একাদশ ও হাজি কামাল একাদশ । গতকাল দুটি সেমিফাইনাল ম্যাচ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে শামছুল আবেদিন চৌধুরী একাদশকে ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় দস্তগীর চৌধুরী একাদশ । আরেক সেমিফাইনালে হাজী কামাল একাদশ ১৫ রানে ইউসুফ গণি চৌধুরী একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। আজ ফাইনালে দস্তগীর চৌধুরী একাদশ এবং হাজি কামাল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে। খেলাটি শুরু হবে সকাল ৯ টায়। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলি আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর ও সিজেকেএস ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর। এছাড়া ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।
এদিকে গতকাল প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে শামসুল আবেদীন চৌধুরী একাদশ করে ৯৮ রান। দলের পক্ষে ওয়াসি ২২, নাবিল ১৭ এবং মাহির করে ১৬ রান। দস্তগীর চৌধুরী একাদশের পক্ষে মানসিব ৩টি ও সাকিব ২টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে দস্তগীর চৌধুরী একাদশ ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। দলের পক্ষে শাকিব ২৬ এবং তাহসিন করে ১৬ রান। শামসুল আবেদীন চৌধুরী একাদশের পক্ষে ওয়াসি ২টি ও মাহেদি ২টি উইকেট লাভ করে। দ্বিতীয় সেমিফাইনালে হাজি কামাল একাদশ প্রথমে ব্যাট করে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর ৪৭, পাপন ৪৭ এবং মুসফিক করে ১৭ রান। ইউসুফ গণি চৌধুরী একাদশের পক্ষে আবির ৩ টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নামা ইউসুফ গণি চৌধুরী একাদশ ১৪৫ রান সংগ্রহ করেেত সক্ষম হয়। দলের পক্ষে আওসাফ ৫১ এবং আদনান করে ৩৪ রান। হাজি কামাল একাদশের পক্ষে পাপন নিয়েছে একটি উইকেট।