চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লিগ শুরু হচ্ছে আজ। সকালে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। এবারের লিগে ২৯টি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলোকে লটারীর মাধ্যমে চার গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে রয়েছে কল্লোল সংঘ, সিটি ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ফ্রেন্ডস ক্লাব, কাস্টমস স্পোর্টস ক্লাব, স্টার ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র। ‘বি’ গ্রুপে রয়েছে চবক ক্রীড়া সমিতি, আবেদীন ক্লাব, ফিরিঙ্গীবাজার লাকী স্টার, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, শতাব্দী গোষ্ঠী, ফ্রেন্ডস ক্লাব জুনিয়র, শহীদ শাহজাহান সংঘ। ‘সি’ গ্রুপে রয়েছে চবক ক্রীড়া সমিতি (সাদা), নোয়াপাড়া লায়ন্স ক্লাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন, ডবলমুরিং ক্লাব, ও.পি.এ, অছি ক্লাব, বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব। ‘ডি’ গ্রুপে রয়েছে নিমতলা লায়ন্স ক্লাব, চট্টগ্রাম আবাহনী জুনিয়র, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব, সাউথ এন্ড ক্লাব, চিটাগং রয়েল, ক্রিসেন্ট ক্লাব, অগ্রণী সংঘ। গ্রুপ পর্ব শেষে চার গ্রুপের শীর্ষ চারটি দল এবং গত আসরের চ্যাম্পিয়ন নবীনমেলাকে নিয়ে সুপার ফাইভ পর্ব শুরু হবে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার উপরের দলটি চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দলটি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করবে। এই লিগের বাজেট ধরা হয়েছে চুরাশি হাজার পাঁচশত টাকা। যার পুরোটাই স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ প্রদান করবে।
এদিকে লিগের প্রাক্কালে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ। বক্তব্য রাখেন সিজেকেএস সহ সভাপতি এবং টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, শওকত হোসাইন, শাহজাদা আলম, সাইফুল আলম খাঁন, সাইফুল আলম বাপ্পী, সিজেকেএস টেবিল টেনিস কমিটির যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য গাজী লোকমান হাসান চৌধুরী।