সিজেকেএস’র দুইটি শূন্যপদের নির্বাচন ১৩ ফেব্রুয়ারি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দুইটি শূন্যপদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি এর দুইটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ১৮ জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ২০ ও ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল করা যাবে। আপত্তির নিষ্পত্তি করা হবে ২৪ ও ২৫ জানুয়ারি। ৩১ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৩ ও ৪ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাই। এরপর বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের দিন ৯ ফেব্রুয়ারি। সব শেষ ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআরিফউল্লাহর সেঞ্চুরিতে চট্টগ্রামের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধটিকার চাহিদা কতটা মেটাতে পারবে ভারত?