দুর্নীতি, ট্রেড লাইসেন্স নিতে বিড়ম্বনা ও বাড়তি ফি আদায়সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন। সম্প্রতি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আঞ্চলিক মতবিনিময় সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এসব কথা বলেন।
ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া দুর্নীতি, দুর্নীতি প্রতিরোধে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার সুবীর দাশ ছাড়াও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় উদ্যোক্তারা ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আনা, নতুন উদ্যোক্তাদের জন্য দুই বছর করমুক্ত ঘোষণা, নারী উদ্যোক্তকে এগিয়ে নিতে বিশেষ সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা সম্পর্কিত সেবা ডিজিটালাইড করা ছাড়াও পাঠ্য বইয়ে দুর্নীতি বিরোধী পাঠ সংযোজন ও আইন সংশোধনের দাবি জানান। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক। প্রতিষ্ঠানটি সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। প্রেস বিজ্ঞপ্তি।










