ঈদের দিন নিজেকে সিঙ্গেল দাবি করলেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। নিজের নোবেল ম্যান নামের ভেরিফায়েড ফেসবুক পেজে কণ্ঠশিল্পী লিখেছেন, সিঙ্গেলদের আবার কিসের ঈদ? যাই হোক, ঈদ মুবারক। বিবাহিত হয়েও নোবেল কেন নিজেকে সিঙ্গেল দাবি করলেন এ নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। কারণ, এইতো গত মার্চে স্ত্রী সালসাবিল মাহমুদকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন নোবেল। তবে কেন নিজেকে এভাবে সিঙ্গেল দাবি করলেন নোবেল। সে কথার জবাব দিতে এক গণমাধ্যমে নোবেল বলেন, আমাদের ডিভোর্স হয়নি। তবে আলাদা থাকি। সত্যি কি তাই? তাই বলেই কি নিজেকে সিঙ্গেল লিখলেন গায়ক। খবর বাংলানিউজের।
বিষয়টি নিয়ে মুখ খুললেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ।
তিনি জানালেন, হ্যা, কাগজ–কলমে ডিভোর্স হয়নি এখনও। তবে এক রকম বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা। নোবেলের সঙ্গে কেন সম্পর্কের ইতি টানতে চান সে ব্যাখ্যাও দেন সালসাবিল।