সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) আয়োজিত SBS SG60 ডিনার ২০২৫ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দ্য শেভরনস বলরুমে, সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস এবং সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের উদ্দেশ্যে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ, সাথে ছিলেন মিসেস দিনেশ বাসু দাশ।
অন্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসি সাহারিয়ার এবং সংসদ সদস্য ড. হামিদ রাজাক এমপি।

অনুষ্ঠানে ছিল বাংলাদেশি হস্তশিল্পের রঙিন স্টল, কমিউনিটি রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান, “রঙধনু – দ্য রেইনবো” প্রকাশনা উন্মোচন এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সিঙ্গাপুর ও বাংলাদেশি সম্প্রদায়ের ৪৫০ জনেরও বেশি অতিথি এই উৎসবে অংশগ্রহণ করেন।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) চার দশকেরও বেশি সময় ধরে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করতে, সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।












