সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) আজ ৩১শে আগস্ট ২০২৫ তারিখে গর্বের সঙ্গে একটি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে, সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস (SG60) উদযাপন উপলক্ষে।
সিঙ্গাপুর রেড ক্রসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি সম্প্রদায়ের সদস্য এবং সিঙ্গাপুরের শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হন সমাজের প্রতি দায়িত্ব পালনের একতাবদ্ধ চেতনায়। এই উদ্যোগটি সহানুভূতি, সংহতি এবং পারস্পরিক সহযোগিতার মূল্যবোধকে তুলে ধরে, যা সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান।
৬০ জনেরও বেশি রক্তদাতা অংশগ্রহণ করেন, যারা জীবন রক্ষায় অবদান রাখেন। অনুষ্ঠানে SBS নেতৃবৃন্দ সকল স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই অর্থবহ উদ্যোগটি শুধু SG60 উদযাপন নয়, বরং মানবতা ও ঐক্যের চেতনাকে আরও দৃঢ় করে।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সমাজসেবা ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতি অঙ্গীকারবদ্ধ, যা একটি সহানুভূতিশীল ও ঐক্যবদ্ধ সিঙ্গাপুরের যৌথ স্বপ্নকে প্রতিফলিত করে।