সিঙ্গাপুর থেকে ফিরে মাঠে হাজির তামিম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে তখন চলছে আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। গতকাল শনিবার হুট করেই সেখানে হাজির হন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। অথচ হৃদরোগের উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে গতকাল সকালে দেশে ফিরে আবার মাঠেও হাজির হন সাবেক অধিনায়ক। গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন তামিম। তাৎক্ষণিক তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে তাকে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে ৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন বাঁহাতি ওপেনার। ঢাকায় এসে বেশিক্ষণ বাসায় থাকেননি, চলে আসেন হোম অব ক্রিকেটে। কারণটা অবশ্য দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানের দ্বৈরথ। বিকাল তিনটার দিকে মাঠে এসেই সোজা চলে যান প্রেসিডেন্ট বক্সে। এরপর ড্রেসিংরুম ঢোকেন তিনি। ড্রেসিংরুমে মোহামেডান কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধডিপিএলে আবাহনীকে হারাল মোহামেডান
পরবর্তী নিবন্ধফুলকি ছোটদের বৈশাখী মেলা শুরু