প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) আয়োজিত একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট রূপ নেয় প্রাণবন্ত এক ক্রীড়া-উৎসবে।
শনিবার (১৮ মে) সিঙ্গাপুরের পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন বিভিন্ন পেশার বাংলাদেশি অভিবাসী কর্মী ও প্রবাসী পরিবার।
টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক কয়েকটি ম্যাচের পর চূড়ান্ত খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয় এসবিএম গ্রুপ। দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের জন্য মুহাম্মদ সালাউদ্দিন নির্বাচিত হন ‘সেরা খেলোয়াড়’ হিসেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহেদুল ইসলাম, এনডিসি, পিএইচডি। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় (মম) ও এনটিইউসি-র প্রতিনিধিরাও।
উৎসবমুখর এই ক্রীড়া-আসরে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বহু প্রবাসী পরিবার, শিক্ষার্থী, কর্মজীবী ও কমিউনিটির সদস্যরা। আয়োজক এসবিএস-এর পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মধ্য দিয়ে প্রবাসীদের মাঝে সৌহার্দ্য, একতা এবং সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
এসবিএস দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়োজনটি শুধু ক্রীড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি হয়ে উঠেছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে একটি বন্ধনের প্রতীক।