সিগারেট ক্রিম মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:৩৪ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে। গতকাল শনিবার বেলা পৌনে ১১টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি১৪৮এ আসা যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়। মোহাম্মদ গিয়াস উদ্দিন নামে ওই যাত্রীর বাড়ি ফটিকছড়ি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ৫ কার্টন সিগারেটের দাম ১৭ হাজার ৫০০ টাকা, ১২ পিস বিউটি ক্রিম ৪ হাজার ২০০ টাকা, ৬টি মোবাইল ৩ লাখ টাকা এবং ১টি ল্যাপটপ ৫০ হাজার টাকা। উদ্ধার করা সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ডিএম মূলে জব্দ করা হয়েছে। ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ক্রসিংয়ে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধডায়াবেটিস-স্থূলতা থাকলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা