সিগন্যাল অমান্য করে চোরাই গরু নিয়ে পালানোর চেষ্টা

লোহাগাড়ায় পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পুলিশের চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে মো. মহিউদ্দিন (২৪) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় জব্দ করা হয় চোরাইকৃত ৩টি গরু ও ১টি পিকআপ। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দা ব্রিজঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিউদ্দিন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সরাইয়া বাঘঢাপা এলাকার হারেছের পুত্র। পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এই সময় চেকপোস্টের বৈদ্যুতিক আলোতে পিকআপের পেছনে ৩টি গরু দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় গরুসহ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার গরু চোরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই
পরবর্তী নিবন্ধ‘সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে’