সিক্স মার্ডার মামলার আসামি রোহিঙ্গা লালু গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

উখিয়ার বালুখালী ক্যাম্পে চাঞ্চল্যকর সিক্স মার্ডার মামলার পলাতক আসামি আরসার শীর্ষ সন্ত্রাসী রোহিঙ্গা সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত রবিবার বিকেল ৬টার দিকে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের এম/১৯ ব্লকের রোহিঙ্গা হারুনের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। লালু বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুল মোতালেবের ছেলে। সে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ।

গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএনের মুখপাত্র এএসপি ফারুক আহমেদ বলেন, উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে ইতিপূর্বে সংঘঠিত সিক্স মার্ডার মামলার পলাতক ঐ আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী লালুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ অর্ধডজন মামলার রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে ২২ অক্টোবর রাতে উখিয়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয়জন হত্যার ঘটনা ঘটেছিল। এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এসব চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ও সীতাকুণ্ডে দুই নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধএ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না