সিকো কর্পোরেট কাপ সীজন টু সম্পন্ন

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

সিকো কর্পোরেট কাপ সীজন টু এর পর্দা নেমেছে গত ২ মার্চ। এদিন জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শেষ হয় ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী। ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয় সিকো গ্রুপ এবং বিএস গ্রুপ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পায় সিকো গ্রুপ। এরপর ফুটবলের ফাইনাল বনফুল গ্রুপ ৩০ গোলে সিকো গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে গোল করেন সাইফুল,হৃদয় ও মিলন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিকো এরেনার পরিচালক ইশমাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকো গ্রুপের এমডি সাইফুল ইসলাম চৌধুরী, ডিরেক্টর মাইনুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, রোকসানা ইয়াসমিন চৌধুরী, আফসানা ইয়াসমিন চৌধুরী, চৌধুরী গ্রুপের এমডি রফিক চৌধুরী এবং ডিরেক্টর রাশিদ চৌধুরী, চতুষ্কোণের এমডি আর্কিটেক্ট তুহিন বড়ুয়া, ম্যাস গ্রুপের প্রোপাইটার মোদাসসের আহমেদ সিদ্দিকী, ম্যাক গ্রুপের সামিন ইয়াসির, পিএইচপি ফ্যামিলির ডিরেক্টর ভিক্টর মহসিন, আইজেআর অফিসিয়ালের কর্ণধার ইশমাম চৌধুরী, সিকো এরেনার ডিরেক্টর আরহাম চৌধুরী ও জিদান মাবরুর, বনফুল গ্রুপের ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম, হাসান এসোসিয়েটসের কর্ণধার হাসান চৌধুরী, এল এন বি অটোমোবাইলসের আবির মাহমুদ, আইকনিকের ম্যানেজিং পার্টনার আমিনুল ইসলাম এবং ডিজিটাল মিডিয়া পার্টনার আওয়ার ক্যানভাসের জুনায়েদ হাবিব। ফুটবলের এমভিপি এবং অনুষ্ঠানের মূল আকর্ষণ বাইক পান বনফুলের জায়নুল। সেরা গোলদাতা হন বিএস গ্রুপের মেহরাজুল। সেরা গোলরক্ষকের পুরষ্কার পান সিকো গ্রুপের সাইফ। ক্রিকেটের এমভিপি হন সিকো গ্রুপের আবির। সেরা রান সংগ্রাহকের পুরস্কার পান পিএইচপি গ্রুপের বাদশা। সেরা বোলার হন পিএইচপি গ্রুপের শরীফ।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের ক্রিকেট অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধশাহজাহান সংঘ এবার হারলো রাইজিং স্টারের কাছে